
মানিকগঞ্জে এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার সেওতা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জেলার সাটুরিয়া উপজেলার আকাশী এলাকার এ্যাড. কামরুল ইসলাম প্রকাশ খোকনের স্ত্রী সুলতানা বেগম (৩২) এবং একই উপজেলার গোপালপুর এলাকার মৃত. আয়নাল বেপরীর ছেলে জিয়াউর রহমান (৪২)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সেওতা এলাকার সোরহাব আলী মন্ডলের বহুতল ভবনের নিচতলায় দীর্ঘদিন আগে বাড়ি ভাড়া নিয়েছিলেন সুলতানা বেগম। তিনি এবং তার সহযোগী জিয়াউর রহমানকে নিয়েই এ বাসা থেকে চলতো তাদের মাদক কারবার।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।'
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর