
গাইবান্ধার ‘শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়াম’-এর নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ভেন্যুটি পরিচিত হবে ‘জেলা স্টেডিয়াম, গাইবান্ধা’ নামে। শুক্রবার (১১ এপ্রিল) নাম পরিবর্তনের বিষয়টি বিডি২৪লাইভ.কম′কে নিশ্চিত করেছেন গাইবান্ধার জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক এ.কে.এম হেদায়েতুল ইসলাম। এর আগে গত ২৩ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদের এক পরিপত্রে এই নতুন নামকরণ করা হয়।
স্থানীয় সরকারের উপপরিচালক এ.কে.এম হেদায়েতুল ইসলাম জানান, গত ২৩ মার্চ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের জারি করা এক পরিপত্রে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর নাম করা হয়েছে ‘জেলা স্টেডিয়াম, গাইবান্ধা’।
উল্লেখ্য, ২০০৯ সালে গাইবান্ধা স্টেডিয়ামের গ্যালারি ও প্যাভিলিয়ন নির্মাণের পর সেটির নাম পরিবর্তন করে বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার শাহ্ আব্দুল হামিদের নামে রাখা হয়। দীর্ঘ প্রায় দেড় যুগ পর এবার সেই নাম সরিয়ে আবারও ‘জেলা স্টেডিয়াম’ নামেই ফিরল স্টেডিয়ামটি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর