
খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় খাগড়াছড়ি সদর পৌর টাউনহল প্রাঙ্গণে এর শুভ উদ্বোধন করা হয়।
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে বৈসু উৎসব-২০২৫ বেলুন উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মো. আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি।
এসময় আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, ব্রিগেড মেজর রেজা ই রাব্বি, জিটু আই মেজর কাজী মোস্তফা আরেফিন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুল আরা সুলতানা, খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল বাতেন মৃধা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ খাগড়াছড়ি জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেত্রীবৃন্দসহ ত্রিপুরা সম্প্রদায়ের অন্যান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
উক্ত র্যালিটি খাগড়াছড়ি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে মিলনপুরস্থ বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এর সমাপ্তি হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর