
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুর বলেছেন, 'জুলাইয়ের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এই অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না। এটি কোনো দল, ব্যক্তি বা একক কোনো সংগঠনের অর্জন নয়। বরং এটি দলমত নির্বিশেষে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংঘটিত হয়েছে।'
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, 'এই অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশের মানুষ ৫৩ বছরের রাজনীতিতে অনেক সরকার, অনেক প্রধানমন্ত্রী দেখেছে। সবাই নির্বাচনের আগে নানা আশার বাণী শোনায়, কিন্তু ক্ষমতায় গিয়ে সব ভুলে যায়। যে লঙ্কায় যায় সেই রাবণ হয়—এটাই আমাদের রাজনীতির বাস্তবতা।'
তিনি বলেন, 'মানুষ আর এই পুরোনো ধারার রাজনীতি চায় না। মানুষ চায় উন্নয়ন, সুশাসন। সেজন্য প্রয়োজন রাজনৈতিক সংস্কার। নির্বাচন ও সংস্কার—দুটিকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো ঠিক নয়। বরং একটি সুস্থ রাজনৈতিক ভবিষ্যতের জন্য এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর আত্মশুদ্ধি ও আত্মসংযম দরকার।'
নুর আরও বলেন, “নির্বাচিত সরকার যেমন প্রয়োজন, তেমনি সেই সরকারকে দীর্ঘমেয়াদি ও সুশৃঙ্খল করতে সংস্কার অপরিহার্য। তাই জাতীয় নির্বাচনের আগে সময় নিয়ে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই।”
জনসভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সিংগাইর উপজেলা সভাপতি আলামিন দেওয়ান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু। সভায় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, উচ্চতা পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু, মাহফুজুর রহমান খান এবং ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর