
‘আমরা এ দেশে জন্মেছি। এ দেশেই মরব। জনগণ আমাদের সঙ্গে আছেন। প্রয়োজনে আমরা ফখরুল সাহেবের ঠাঁকুরগাঁওয়ের বাড়িতে গিয়ে উঠব।’— কথাগুলো আওয়ামী লীগের টানা তিন মেয়াদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।
গত বছরের নভেম্বরে গুঞ্জন উঠেছিল— কথায় উন্নয়নের ‘কলা ঝুলানো’ আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এই মন্ত্রী রাতের আঁধারে অবৈধ পথে পাড়ি জমিয়েছেন, প্রতিবেশী দেশ ভারতে। তবে সেটি গুঞ্জনই ছিল। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর বিভিন্ন দেশে দলটির বেশকিছু এমপি-মন্ত্রীর দেখা মিললেও হদিস ছিল না ওয়াবদুল কাদেরের।
তবে এবার কলকাতার রাস্তায় প্রকাশ্যে দেখা গেছে শেখ হাসিনার প্রধান এ সিপাহশালারকে। যার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ছবিতে কলকাতার নর্থ সিটি হাসপাতালে সামনের সড়কে কাপড় দিয়ে মুখ ঢেকে যেতে দেখা যায় তাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আব্দুর রব ভুট্টো নামের এক ফেসবুক ব্যবহারকারীর পোস্টে ওয়াবদুল কাদেরের ওই ছবিটির নিচে অধিকাংশ মন্তব্যই নেতিবাচক। পোস্টের কমেন্ট বক্সে তাজিন শেখ নামের একজন লিখেছেন, ‘প্রতিটা লোকের বুঝতে হবে এই ধরনের যেই কাজ করবে সে তার ফল পাবে। আল্লাহ তাদের সমস্ত জিনিসের জবাব দিবে যে যা করবে তার ফল সে পাবে।’
নূর মোহাম্মদ উজ্জ্বল নামের একজন লিখেছেন, দেশ দশ এবং কি দল ধ্বংসের পিছনে তার অবদান ছিল বিশাল।
বিল্লাল হোসেন নামের একজন লিখেছেন, দেশ এবং দল ধ্বংসের পিছনে তার অবদান ছিল বিশাল।
সিরাজুল হক ভূঁইয়া নামের একজন লিখেছেন, ‘কাদেরই আওয়ামী লীগ ধ্বংসের মহানায়ক । খুব তো বলেছিলেন পালাবেন না । কোথায় এখন?’
এছাড়া কেউ কেউ আবার ছবিটি ফটোশপ বা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা বলেও লিখছেন। তবে ছবিটি আসলেই সত্য বা এআই তৈরি করা কিনা এ ব্যাপারে সতন্ত্রভাবে যাচাই করতে পারেনি কেউ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর