
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৫ টার দিকে ধনু নদীর আলীর চর এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত উমর সিদ্দিক (১৮) করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের সুতারপাড়া গ্রামের বাসিন্দা আবু বক্করের ছেলে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করে জানান, আজ শুক্রবার বিকেল ৩ টার দিকে ধনু নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যায় উমর সিদ্দিক। পরে ভেসে না উঠলে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে কিশোরগঞ্জ শহরে ডুবুরি দল গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি করিমগঞ্জ থানা পুলিশকে বুঝিয়ে দেয়া হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর