
বর্বর ইসরাইল গণহত্যার বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামি যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা। শুক্রবার (১১ এপ্রিল) আছরের নামাজের পরে শহরের ঐতিহাসিক শহিদি মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় প্রতিবাদ সমাবেশে কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা দেলাওয়ার হুসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সহ-সভাপতি মুহাম্মাদ এমদাদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নোমান আহমাদ, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মুফতি জোবায়ের আহমাদ, বামুক কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা খাইরুল্লাহ হুসাইনি।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ইসরায়েলী সকল পণ্য বয়কট করার জন্য আহ্বান জানান এবং গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা উপজেলা দায়িত্বশীল বৃন্দরা উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর