
ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুসলমানের উপর দখলদার ইসরাইলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউরায় বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শহরের শহিদ স্মৃতি সরকারি কলেজ মাঠ থেকে দুই শতাধিক ছাত্র-জনতার অংশগ্রহণে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন গেটের সামনে গিয়ে সমাবেশ করে শেষ হয়। মিছিলে প্রতীকী কফিন নিয়ে গাজায় শিশু হত্যার প্রতিবাদ জানানো হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ইবরাহিম মিয়া সুজন, আসিফ নেওয়াজ, রুবায়েত খান, আতিক তুষার, ইসমাইল হোসেন, রানা প্রমুখ।
বক্তারা স্বাধীনতাকামী ফিলিস্তিনের নিরীহ মুসলমানের উপর দখলদার ইসরাইলের বর্বর আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ফিলিস্তিনের উপর নির্যাতন ও হত্যা বন্ধ করতে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। এসময় ইসরাইলী পণ্য বয়কটের ডাক দেওয়া হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর