
শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচ কোটি টাকা মূল্যের ৮টি ড্রেজার (কাটার) জব্দ করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকালে নড়িয়ায় উপজেলার নিবার্হী অফিসার আমিনুল ইসলাম বুলবুল বিষটি নিশ্চিত করেন। এর আগে, গতকাল সন্ধ্যায় উপজেলার পদ্মা নদী রক্ষাবাদের বামতীর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কাটার মেশিন জব্দ করা হয়।
অভিযান টের পেয়ে ড্রেজারে থাকা শ্রমিকেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পদ্মা নদীর নড়িয়ার বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একটি চক্র। স্থানীয়দের অভিযোগে শুক্রবার সন্ধ্যায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোনের দায়ে ৮টি ড্রেজার জব্দ করে পদ্মার পাড়ে নিয়ে আসা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল বলেন, জেলা ম্যাজিস্ট্রেট, নড়িয়ায় সার্কেল, থানার ওসি ও নৌ-পুলিশের সহযোগীতায় আমরা অভিযান চালিয়ে আটটি ড্রেজার জব্দ করে পাড়ে নিয়ে এসেছি।
তবে ড্রেজারে থাকা লোকজন আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাঁদের আটক করা সম্ভব হয়নি। অবৈধভাবে বালু তোলা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর