
বগুড়ার শেরপুর উপজেলায় জানালার গ্রীলের সঙ্গে ওড়না পেঁচিয়ে মাহমুদা খাতুন (৩৮) নামে এক মাদ্রাসা শিক্ষিকা আত্মহত্যা করেছেন।
শনিবার (১২ এপ্রিল) ভোরে শেরপুর পৌরসভার রামচন্দ্রপুর পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মাহমুদা খাতুন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষিকা ছিলেন। তিনি শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসার লাইব্রেরিয়ান শিক্ষক সোহেল রানার স্ত্রী।
নিহত মাহমুদার ছেলে মেহরাবুল হাসান জানান, “মা দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। গতরাতে বলেছিলেন, 'আমার সময় শেষ হয়ে আসছে। আসো, একটু বসে কথা বলি।' এরপর রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। ভোরে ফজরের নামাজের জন্য উঠে দেখি, মা জানালার গ্রীলের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহমুদা খাতুন কিছুদিন ধরে মানসিকভাবে বিষন্নতায় ভুগছিলেন।
তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। এই অকাল মৃত্যুতে মাহমুদার পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর