
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাকৃবিতে উপস্থিতির হার ৯০ দশমিক ৮৯ শতাংশ। ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ২২টি অঞ্চলে ২৪৬ টি কক্ষে মোট ১২ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করা হয়েছিল তবে উপস্থিত ছিলেন ১১ হাজার ৫শ ১১ জন এবং অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ১শ ৫৪ জন। পরীক্ষায় প্রশ্ন ফাঁস বা অন্যান্য অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শনিবার (১২ এপ্রিল) বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ভর্তি পরীক্ষা চলাকালীন বাকৃবি পরীক্ষা কেন্দ্রের একাধিক অঞ্চলের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
পরীক্ষার সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ, কে, ফজলুল হক ভূঁইয়া বলেন," বাকৃবিসহ ৯টি বিশ্ববিদ্যালয়ে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে এবং বাকৃবিতে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।এবারের পরীক্ষার্থীদের মাঝে ছাত্রীদের আধিক্য বেশি।" সফলভাবে পরীক্ষা সম্পন্নের জন্যে তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উপাচার্যের কক্ষ পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য অধ্যাপক ড. মো. শহীদুল হক , রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিল পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী, অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং বাকৃবি প্রেসক্লাবের সদস্যসহ অন্যান্য গণমাধ্যমের প্রতিনিধিগণ।
এবার নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩ হাজার ৮শ ৬৩টি। এর মাঝে বাকৃবিতে আসন সংখ্যা-১ হাজার ১শ ১৬ টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪শ ৩৫টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭শ ৫টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২শ ৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫শ ৮০টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১শ ৫০টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪শ ২৩টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি আসন রয়েছে।
এবারের কৃষিগুচ্ছের নেতৃত্বে থাকা বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতর সূত্রে আরও জানা যায় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ১৫ এপ্রিল।
শাকিল/সাএ
সর্বশেষ খবর