
চারুকলায় পয়লা বৈশাখ উপলক্ষ্যে তৈরি করা ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফে অগ্নিকাণ্ডের ঘটনায় এক অজ্ঞাত যুবকের খোঁজ মিলেছে, যদিও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় সকালে জিডি এবং পরে মামলা করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসার মোহাম্মদ আমানুল্লাহ বাদী হয়ে এ মামলা করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর।
এর আগে ভোর সাড়ে ৪টার দিকে চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্টের মুখাকৃতি আগুনে পুড়ে ছাই এবং আরেকটি মোটিফ শান্তির পায়রা আংশিক পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় শাহবাগ থানায় জিডি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর