
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুকগুলো যেন টাকার খনি হয়ে উঠেছে। প্রতিবার খুললেই পাওয়া যায় কয়েক কোটি টাকা। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দানের পরিমাণ। এ কারণে প্রতিবারই বাড়ানো হয় দান সিন্দুকের সংখ্যা। এবারও তার ব্যতিক্রম হয়নি। নির্ধারিত ১০টি দান সিন্দুক খোলার আগেই পূর্ণ হয়ে যাওয়ায় দানবাক্স হিসেবে যুক্ত করা হয় একটি ট্রাঙ্ক। এসব উপচে পড়ে কাড়ি কাড়ি টাকায়। ফলে এবারও দানবাক্সের টাকার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। পাওয়া গেছে ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা।
দান সিন্দুকগুলো শুধু টাকাতেই পূর্ণ ছিল না। ছিল স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাও। এছাড়া মিলেছে মানতকারীদের ইচ্ছে পূরণের হাজারো চিঠি। এবার এসব চিঠিতে ছিল রাজনৈতিক বিভিন্ন আকাঙ্ক্ষার কথাও।
*এর মধ্যে ছিল 'হে আল্লাহ মহান রাব্বুল আল'আমীন আপনি দোজাহানের বাদশা এবং আপনি সব কিছুই জানেন, আপনি যদি মনে করেন শেখ হাসিনার হাতেই বাংলাদেশের মঙ্গল তাহলে আপনি আপনার রহমতের দড়িয়ায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে পুনরায় ক্ষমতা প্রদান করিবেন। আমিন।
*ঢাকা উত্তরা থেকে আরেকজন রক্ত দিয়ে এক চিঠি লিখেন যে, (লোষ্ট) (ছদ্মনাম) আমি তোমায় অনেক ভালোবাসি কিন্তু আমি জানি যে এটা কখনো সম্ভব নয়। আমরা যেহেতু ভালো friend। তুমি আমার সেই ছোট বেলার বন্ধু। তাই আমি তোমায় হারাতে চাই না, আমি তোমার সবচেয়ে ভালো বন্ধু হতে চাই। তুমি যখন কোনো ছেলের সাথে কথা বলো তখন আমার প্রচুর Jealosy হয়। পড়তে মন চায় না। আমাদের সামনে ১০ এপ্রিল ssc exam। আমি দোয়া করি তুমি A+ অর্জন কর এবং আমিও। আমি তুমাকে এখনও ভালোবাসি।
তোমার বন্ধু কুকি (ছদ্মনাম)।
(লোষ্ট এবং কুকি দুটি ছদ্মনাম নিরাপত্তার জন্য। এই চিঠিটি দয়া করে 'আ জ কে র পত্রিকা' সংবাদপত্রে তুলে ধরবেন যাতে আমার সেই প্রিয় মানুষটি জানতে পারে। please please.
*আরেক চিঠিতে আরেকজন লিখেন, হে আল্লাহ আপনার কাছে যে যা চায় তাই পায় আপনি আমাকেও না চাইতে চাইতে অনেক কিছু দিয়েছেন সেটা ছোট জিনিস হক বা বড় জিনিস এখন আপনার কাছে আমি আরেকটা জিনিস চাইবো সেটা দেওয়া শুধু আপনার কাছেই সম্ভব সেটা হলো আমি একজন কে অনেক ভালোবাসি কিন্তু আপনার কাছে আমি জায়নামাজে বসে অনেক বার বলেছি কিন্তু আপনি দেন নাই।
হে আল্লাহ আপনার কাছে যদি আমি অপরাধ করি তাহলে আপনি আমাকে মাফ করে তাকে আমাকে পাইয়ে দুন আমি তাকে ভুলতেও পারছি না আমি তাকে খুব ভালোবাসি আপনি দয়া করে তাকে আবার আমার কাছে ফিরিয়ে দিন আপনি চাইলে সব পারেন সে যদি আমাকে না ভালোবাসে তাহলে আপনি তার মনে আমার জন্য একটু ভালোবাসা করে দিন তাও তাকে আমার করে দিন। আমিন।
*আরেক চিঠিতে লেখা, সৈয়দ মিরাজ খালেদ অনিক তার ব্যবসা যেন নতুন করে গড়ে ওঠতে পারে। তার মামলা এইসব থেকে যেন সেই জিতে আসে। তাকে বিভিন্ন শত্রুতা থেকে হেফাজত করিয়েন। এবং সেই যেন সাফল্য অর্জন করতে পারে খুব তাড়াতাড়ি। তাকে বুদ্ধি-জ্ঞ্যান দক্ষতা বাড়ায় দেন। সৈয়দ মিরাজ খালেদ অনিক এর সাথে যেন জান্নাতুর নেছা কাইফার বিয়ে মান-সম্মান ভাবে সামাজিক ভাবে যেন হয়ে যায়। অনিকের আম্মু যেন বিয়ের জন্য রাজি হয়ে যায়। দুই পরিবারে যেন সবাই রাজি হয় আমরা যেন বিয়ে করতে পারি পাগলা মসজিদে উছিলায়। অনিকের জীবনে লক্ষ পথ বের করে দেন। আমিন।
*আল্লাহ আমি মেহেদি কে অনেক ভালোবাসি তারে তুমি আমার কইরা দেও তার বউ বানিয়ে দেও তার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই
* আমি সাইদ কে অনেক ভালবাসি তাকে হালাল ভাবে বিয়ে করতে চাই আমার জন্য দোয়া চাই যাতে তাকে স্বামী হিসাবে পায়।
* আল্ললাহ আমি একজন অবিবাহিত নারি আমি মানুষের সামনে লজ্জায় দাড়াতে পারি না। বয়স হইছে বিয়ে হয় না। তুমি তোমার এই পবিত্র পাগলা মসজিদের উসিলায় বিবাহর ব্যবস্তা করে দাও। এমন একজন জীবনসঙ্গী দান করেন। যেন জীবনে একবার রাসুলের রওযায় সামনে বসে নামাজ আদায় করতে পারি। আমিন।
*নাম: পল্লব সাহ।
আমি যেন এই বছরে মাস্টার্স ফাইনাল পরীক্ষা পাস করতে পারি। এই কামনা করলাম এবং আল্লাহ তালার দোয়া চাই। (পল্লব সাহা)
*পাগলা মসজিদের কাছে আমি এই অধম বান্দার অনুরধ কোন ধাক্কা ছাড়া ১০ হাজার মহিলা যাতে একসাথে শান্তিতে এই পাগলা মসজিদে নামাজ পরতে পারে এই ব্যবস্তা করা।
ধন্যবাদ। একজন অধম বান্দা।
*বিসমিল্লাহির রাহমানির রাহিম
হে আল্লাহ আপনি সব জানেন আমি কিছুই জানি না, আমার দয়াল নবি হজরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমা হাসান হুসেন মউলা আলি বর পির আব্দুল কাদের জিল্লানি, খাজা মঈনুদ্দিন চিত্রয়া, শাহাজালাল শাহাপরান, সোলাইমান নেংটা, আমি আসছি এখন পাগলা মসজিদে এই অলি আওলিয়া ঘনের উছিলা করিয়ে আল্লাহ আমাকে একটা নিখুত একটা নেকার সন্তান দিন, হে পাগলা মসজিদ আপনার উছিলা করে একটা সন্তান দিন আমি খালি হাতে যায়তেছি ভরা হাতে জেন আপনার কাছে যেনো আবার আসতে পারি, হে পাগলা মসজিদ আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ।
*আসসালামু আলাইকুম, তুমার নামে শুরু করছি, আর রহমান, আর রাহীম, আল মালিক, হে আল্লাহ আমি তুমার বান্দা আব্দুল্লাহ, আমি কোনো কিছুতেই সফল হতে পারিনা। আমার আব্বা আম্মা থাকতে থাকতে আমাকে আমার লাইফ টারে গুছিয়ে দাও। হে আল্লাহ আমি বিদেশের আসায় পাসপোর্ট করে ছিলাম ২০২২ সালে এখন আর বিদেশ যাওয়া হইতাসে না। হে আল্লাহ আমি জাতে বিদেশ যেতে পারি আমাকে তুমি পথ দেখিয়ে দাও তুমি ছাড়া আমি অসহায়। হে আল্লাহ সামনে রোযা আসতেছে আমি জাতে রমজান মাসে রোজা রাখতে পারি তারাবী পড়তে পারি আনন্দ করতে পারি ঈদের কাপড় কিনতে পারি টাকা পয়সা বাও করার তৌফিক দান কইরো। হে আল্লাহ আমার মনের আসা গুলা পূরণ করে দিও। আমিন।
*আসসালামু আলাইকুম
আমি এজন কে খুব ভালোবাসি সেও আমাকে খুব ভালোবাসে কিন্তু আমি অবিবাহিত আর আমার ওনি বিবাহিত একটা ছেলে সন্তান আছে।।
আমি দির্ঘ চৌদ্দ বছর সৌদি আরবে ছিলাম আমার মা বাবা কেউ নেই আমি নানির বারি থাকি আমি যাকে ভালোবাসি তার বারি ফেনি জেলাতে তার স্বামী বিদেশ থাকে কিন্তু তাকে ভালোবাসে না কিন্তু সে আমাকে ছাড়া বাঁচবে না আমিও তাকে ছাড়া বাঁচবো না।
আমি আল্লাহ তালার কাছে একটাই প্রার্থনা করি ওনি যেন আমাদের দুজন কে এক করে দেয়।
হজী: আকবর দেওয়ানি শান্ত।
পাগলা মসজিদ
(ইতিঃ সালমা)
এমন ধরনের হাজারো চিঠি (এক বস্তা) পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর