• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • শেষ আপডেট ৪১ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ০৩:৪১ দুপুর
bd24live style=

যুগান্তকারী ফাইভ- ডি এআই ইনভার্টার টেকনোলজির যমুনা এসি

ছবি: সংগৃহীত

প্রকৃতিতে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তাছাড়া বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন ও পরিবেশের বিরূপ আচরণের ফলে দিন দিন গরমের মাত্রা বৃদ্ধি পাচ্ছে,  ফলে মানুষের স্বাভাবিক জীবন যাপনে ব্যাঘাত ঘটে। তাপদাহ থেকে প্রশান্তি পেতে মানুষ এসি ক্রয় করে থাকে। তাই ক্রেতাদের ক্রয় ক্ষমতা বিবেচনায় যমুনা এসি সর্বাধুনিক প্রযুক্তির সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী বিশ্বমানের এসি উৎপাদন ও বাজারজাতকরণ করছে।

প্রযুক্তিগত উৎকর্ষতা, 5D, AC Inverter টেকনোলজি বিদ্যুৎ বিল কম হওয়ায় যমুনা এসি মধ্যবিত্ত এমনকি নিম্ন মধ্যবিত্তের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম। বিশ্বমানের যমুনা এসি ৭০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে এবং সঠিক তাপমাত্রায় শীতলতার নিশ্চয়তা দেয়। যমুনা এসির জিরো পয়েন্ট ফাইভ ডব্লিউ স্ট্যান্ডবাই পাওয়ার কনজামশন মুড বিদ্যুৎ বিল করবে নিয়ন্ত্রিত ও স্বাভাবিক।

সঠিক এসি বেছে নিতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা হল ক্যাপাসিটি,মূল্য, বিদ্যুৎ সাশ্রয়, বাতাসের গুণগতমান, বাতাসকে শীতল করার দ্রুততা, ওয়ারেন্টি, ইনস্টলেশন, এবং সর্বোপরি সার্ভিসিং সুবিধা। আর এই সমস্ত বিষয়কে মাথায় রেখেই যমুনা তৈরি করছে অত্যাধুনিক প্রযুক্তির এসি, যা ইতিমধ্যে বাজারে কাস্টমারদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে।

যমুনা Smart Inverter এসিতে রয়েছে PM 2.5 Filter যার High Pressure Ionization এবং Nano Cold Catalyst Electronic Dust Collecting Technology ব্যবহার করে ঘরের ভিতর থাকা ক্ষুদ্রতম (2.5 Microns এর নিচে) ধুলিকনা পরিশোধন করতে পারে যা বাতাসের বিশুদ্ধতা নিশ্চিত করে। যমুনা এসির Cold Plasma Technology- Air Ionization এর মাধ্যমে মানসিক অবসাদ দূর করে ও আপনার ঘরকে রাখে সংক্রমন মুক্ত এবং শরীরের প্রাণ চাঞ্চলতা বৃদ্ধি করে। একই সাথে যমুনা এসির Vitamin- C Filter এর কারনে ত্বকের স্বাভাবিক আদ্রতা বজায় থাকে। যার ফলে আপনার ত্বক থাকে সতেজ ও সুরক্ষিত। 

এছাড়াও যমুনা এসির Silver Ion Filter এবং Degerming Filter বাতাসের ক্ষতিকারক ব্যাকটেরিয়া প্রতিরোধ করে এবং ঘরের বাজে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। আর এই সবকিছুই একসাথে রয়েছে একমাত্র যমুনা এসিতে , যা নিশ্চিত করে ৯৯ % বিশুদ্ধ বাতাস। যমুনা এসির “ সেলফ ক্লিনিং টেকনোলজি ” রিমোটের মাত্র একবার ক্লিন বাটনটি চেপে এসির Evaporator এ জমে থাকা ধূলিকণা ও দূর্গন্ধ দূর করে খুব সহজেই। শক্তিশালী Anti-Virus Filter, ভাইরাস কে প্রতিহত করে ও এতে থাকা  Built In 3rd UVC লাইট ৯৯% ভাইরাসকে ধ্বংস করে সুনিশ্চত করে প্রকৃতির মতোই হেলথি & ফ্রেশ এয়ার।

আকর্ষণীয় মূল্যছাড়, কিস্তি সুবিধা, জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই সুবিধাসহ যমুনা এসি কিনতে নিকটস্থ প্লাজায় ভিজিট করুন। অনলাইনে কিনতে ভিজিট করুন- www.estorejamuna.com

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
ইমেইলঃ office.bd24live@gmail.com