
জয়পুরহাট সদরের পুরানাপৈল-হিচমি বাইপাস সড়কের বামনপুর এলাকায় ট্রাকের সঙ্গে ময়মনসিংহগামী অপরুপা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চালকসহ পাঁচজন আহত হয়েছেন।
রোববার (১৩ এপ্রিল) বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, অপরুপা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নং: সিরাজগঞ্জ ব-১১-০১৫১) হিলি থেকে জয়পুরহাট হয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করছিল। পথে বামনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সেটি রাস্তা থেকে ছিটকে পড়ে পাশের জমিতে ঢুকে পড়ে।
দুর্ঘটনার সময় এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
এতে বাসের চালকসহ পাঁচজন আহত হন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।
ওসি নূর আলম সিদ্দিক বলেন, “বৃষ্টি ও অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর