
যশোরে মদ বিক্রির সময় মসজিদের এক খাদেমকে বিদেশি মদসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটক ব্যক্তির নাম ইসলাম আলী (৬৩)। তিনি যশোর শহরের মাইকপট্টি এলাকার একটি মসজিদে দীর্ঘদিন ধরে খাদেম (পরিচ্ছন্নতাকর্মী) হিসেবে কাজ করছেন এবং মসজিদের পাশেই বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ইসলাম আলীকে মদের বোতল হাতে লালদীঘির পাড় এলাকায় ঘোরাফেরা করতে দেখেন কয়েকজন এলাকাবাসী। তাদের সন্দেহ হলে তারা তাকে অনুসরণ করতে থাকেন। কিছু সময় পর একজন ব্যক্তিকে মদ বিক্রির সময় হাতেনাতে ধরে ফেলেন তারা।
স্থানীয়দের ধাওয়ায় ইসলাম আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে ফেলা হয়। পরে তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে খবর দিলে একটি টিম এসে ঘটনাস্থল থেকে তাকে আটক করে এবং তার বাড়িতে তল্লাশি চালায়। তার শোবার ঘর থেকে আরও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোর ক-সার্কেলের উপ-পরিদর্শক এস.এম. শাহীন পারভেজ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে লালদীঘির পাড় এলাকার মসজিদের সামনের রাস্তা থেকে ইসলাম আলীকে ৫ বোতল বিদেশি মদসহ আটক করা হয়।”
আটকের পর ইসলাম আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর