
ময়মনসিংহের ভালুকায় বৈশাখ আসার আগেই কালবৈশাখী ঝড়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর অন্তত ৮টি বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকালে ভালুকা-মল্লিকবাড়ী সড়কের ভয়াবহ এলাকায় এই ঘটনা ঘটে।
ভেঙে পড়া খুঁটিগুলো সড়কের ওপর এবং পাশের একটি মাছের ফিশারির ভেতরে পড়ে গেলে যান চলাচলেও চরম ব্যাঘাত ঘটে।
স্থানীয়রা জানান, ভালুকা থেকে টাঙ্গাইলের সখিপুর পর্যন্ত ৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন একটি নতুন সঞ্চালন লাইনের কাজ চলছিল। সম্প্রতি এ লাইনের জন্য নতুন খুঁটি বসানো হয়েছিল। তবে বিদ্যুৎ সরবরাহ চালুর আগেই ঝড়ের তাণ্ডবে খুঁটিগুলো ভেঙে পড়ে যায়।
এ ছাড়া, মল্লিকবাড়ী এলাকার পূর্বাংশে পূর্বে থেকেই সচল থাকা বিদ্যুৎ লাইনের কয়েকটি পুরাতন খুঁটিও ঝড়ে উপড়ে পড়ে যায়। এতে ওই এলাকার কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং স্থানীয়দের রাতভর অন্ধকারে কাটাতে হয়।
এ বিষয়ে ভালুকা বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা জানান, “ঝড়ে নতুন ও পুরাতন উভয় ধরনের খুঁটি ভেঙে পড়েছে। ইতোমধ্যে মেরামতের কাজ শুরু হয়েছে। আমরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছি।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর