
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অপরিচ্ছন্ন পরিবেশে কেকারী খাদ্যপণ্য তৈরির অপরাধে এক প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার বেলা ১ টার দিকে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করে।
এসময় অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সুত্রে জানাগেছে, দামুড়হুদার মেসার্স তারিন ফুড প্রোডাক্ট অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী পণ্য তৈরি ও সংরক্ষণ করায় মো: মাহামুদুল হাসানের প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানকে ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত বেকারী পণ্য তৈরি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এসময় অভিযানটি সহযোগীতা করেন চুয়াডাঙ্গা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর