
পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে খাগড়াছড়ির মানিকছড়ি মারমা জনগোষ্ঠী মাহা সাংগ্রাই উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উদ্যোগে মানিকছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রা মহামুনি গিয়ে শেষ হয়। এতে তাদের ঐতিহ্যবাহী রং বেরংয়ের পোশাক ও অলঙ্কার পরিধান করে নেচে-গেয়ে শোভাযাত্রায় যোগ দেন উপজেলা বিভিন্ন পাড়া থেকে আসা মারমা তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সীরা।
অন্যদিকে বিকেলে আরো একটি মঙ্গল শোভাযাত্রা বের হয় অনুষ্ঠান উদযাপন কমিটি, রাজপাড়া ক্রীড়া সংঘ ও যুব সমাজের উদ্যোগে। এটি রাজবাড়ি থেকে বের হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আমতল প্রদক্ষিণ করে মহামুনি গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেয়ারা জানায়, সারা বছর আমরা এই দিনের জন্য অপেক্ষা করি। শোভাযাত্রা অংশ নিতে পেরে তারা উচ্ছাস প্রকার করেন। তাছাড়া কালকে আমাদের মূল সাংগ্রাই। র্যালির মাধ্যমে আমাদের সাংগ্রাইয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ঐতিহ্য ও সংস্কৃতি হোক সম্প্রীতির বন্ধন, অশান্ত বিশ্বে শান্তি নেমে আসুক এমনটাই প্রত্যাশা সকলের।
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মো.মীর হোসেন, ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উপজেলা সভাপতি আপ্রুসি মারমা ও অনুষ্ঠান উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পাড়া প্রধান, হেডম্যান, কার্বারিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর