
বগুড়ার নন্দীগ্রামে ২শ বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা শুরু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) উপজেলার পাঠান ও নিমাইদীঘিতে তিন দিন ব্যপী এ মেলা শুরু হয়।
মেলা চলবে ১৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত। মেলা উপলক্ষ্যে উৎসব চলছে ঘরে ঘরে। স্থানীয়রা মেলা উপলক্ষ্যে বাড়িতে মেয়ে-জামাইসহ অনেক আতœীয় স্বজনকে নিমন্ত্রণ করে বাড়িতে আনে। এজন্য অনেকেই এই মেলাকে জামাই মেলাও বলেন।
উপজেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরে থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান ও নিমাইদীঘি গ্রামে প্রাচীন এ মেলা বসে। মেলার মূল আকর্ষণ বাহারি রকমের মিষ্টি। অন্যান্য দোকানগুলোর চেয়ে মিষ্টির দোকানে ক্রেতাদের ভিড় বেশি। এছাড়া ছোট ছেলে মেয়েদের জন্য নাগরদোলা, চড়কি, ট্রেনসহ বিভিন্ন ধরণের রাইডস রয়েছে।
মেলায় ঘুরতে আসা আব্দুস সামাদ বলেন, আমার বয়স এখন ৭৫ বছর। আমার বাবা দাদার কাছেও এই মেলার গল্প শুনেছি। মেলা উপলক্ষ্যে এলাকার প্রতিটি বাড়িতে আতীয় স্বজনে ভরে যায়।
নিমাইদীঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র মহন্ত বলেন, পাশের পাঠান গ্রামে মেলাটি ছিল। ওই মেলাটি ২শ বছরের বেশি পুরোন হবে। পরে সেখানে লোকের জায়গা না হওয়ার কারণে একই দিনে আবার নিমাইদীঘিতে ২০০৬ সাল থেকে মেলার আয়োজন করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর