
নাটোরের বাগাতিপাড়ায় থানা পুলিশ সারভীন বেগম (৩২) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে। শনিবার রাতে উপজেলার নন্দীকুজা কান্দিপাড়া গ্রামের নিজ বাড়ির কক্ষ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ গৃহবধুর স্বামী রবিউল ইসলামকে গ্রেফতার করেছে। আটক রবিউল ইসলাম ওই গ্রামের আলম হোসেনের ছেলে। রোববার (১৩ এপ্রিল) ময়না তদন্ত শেষে পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্ত্রী মোবাইল ফোনে অন্য কারো সাথে কথা বলাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর রাতে তাদের শয়ন ঘরের পাশের কক্ষে বাঁশের আড়ার সাথে গলায় নিজের ওড়না পেঁচানো গৃহবধুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। সেখান থেকে উদ্ধার করে স্বজনরা স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পরে লাশ বাড়িতে নিলে পুলিশ ওই রাতেই বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়। এসময় তার স্বামী রবিউলকে বাড়ি থেকে গ্রেফতার করে। এ ঘটনায় গৃহবধুর বাবা লিয়াকত বাদি হয়ে থানায় অভিযোগ করেছেন। গৃহবধুর চাচা সাখাওয়াত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানা থেকে লাশ পাওয়ার পর রোববার সন্ধ্যায় সারভীনের লাশ দাফন করা হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, স্ত্রীর মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হওয়ার তথ্য পাওয়া গেছে। তার স্বামীকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর