
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফ্যাসিস্ট শেখ হাসিনা পরিবারের নামে থাকা চারটি ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্তের দেড় মাস পেরিয়ে গেলেও নতুন নামফলক স্থাপন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে, শিক্ষার্থীদের দাবির মুখে যবিপ্রবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ২৮ ফেব্রুয়ারি রিজেন্ট বোর্ডের ১০৫তম সভায় চারটি ভবন ও একটি ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে অফিস আদেশ করে।
দেড় মাসেও নতুন নামফলক স্থাপন না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অবহেলা ও উদাসীনতার অভিযোগ তুলেছেন সচেতন শিক্ষার্থীরা।
এদিকে নতুন নামফলক বিষয়ক ফাইল প্রসেসিংয়ে থাকায় কখন নতুন নাম ফলক স্থাপন হবে এ বিষয়ে সম্ভাব্য সময়ও বলতে পারেননি এর দায়িত্বে থাকা যবিপ্রবির ইঞ্জিনিয়ারিং দপ্তর।
দেড় মাস পেরিয়ে গেলেও নতুন নামফলক স্থাপন না হওয়ায় ক্ষোভ জানিয়ে আরিফুর রহমান নামে যবিপ্রবির এক শিক্ষার্থী জানান, বিপ্লবের সাড়ে সাত মাস পর ফ্যাসিস্ট পরিবারের নামে থাকা ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়। এরপর আবার নাম পরিবর্তনের অফিস আদেশ হওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও নতুন নাম স্থাপন না হওয়া একদিকে যেমন জুলাই বিপ্লবের সাথে বেঈমানী অন্যদিকে এটা বাস্তবায়ন না হওয়া প্রশাসনের গাফিলতি ও উদাসীনতা প্রমাণ করে। প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে আগামী এক সপ্তাহের মধ্যে যেনো নতুন নাম ফলক স্থাপন করে।
মাহমুদুল হাসান নামে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী জানান, নামফলক পরিবর্তনের সিদ্ধান্তের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও নতুন নামফলক স্থাপন না হওয়া নিসন্দেহে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অবহেলা ও গাফিলতি বলা যায়। দ্রুত সময়ের মধ্যে নামফলক পরিবর্তন না করলে এর জবাব দিবো জুলাই বিপ্লবের মতো রাজপথে।
এ বিষয়ে জানতে চাইলে যবিপ্রবির ইঞ্জিনিয়ারিং দপ্তরের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ সালমান সাকিব বলেন, নতুন নাম ফলক স্থাপনের ফাইল প্রসেসিংয়ে আছে। কত সময়ের মধ্যে নামফলক স্থাপন করতে পারব এ বিষয়ে সুন্দর সময় বলতে পারছিনা।
নতুন নামফলক স্থাপনের বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের সাথে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর