
এসো হে বৈশাখ, এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা
দূর হয়ে যাক, যাক, যাক
এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো।
আনন্দ উদ্দীপনায় বান্দরবানে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। উৎসবে বাঙ্গালীদের পাশাপাশি যোগ দিয়েছে ১১ টি ক্ষুদ্র নিগোষ্ঠীর নারী-পুরুষ।
সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই ও জেলা প্রশাসক শামীম আরা রিনি। পরে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ শোভাযাত্রায় নানা রঙ্গের পোশাক পরে অংশ নেন নারী পুরুষ।
এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন নেচে গেয়ে শোভাযাত্রায় অংশ নেয়। বিভিন্ন পেশার নারী পুরুষ সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো পহেলা বৈশাখের অনুষ্ঠানগুলোতে যোগ দেয়। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনয়তনে আলোচনা সভা ও সংস্কৃত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ সাংগ্রাই, ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু ও ম্রো সম্প্রদায়ের চানক্রান উৎসবও চলছে বান্দরবানে। পাহাড়ি সম্প্রদায়ের পাড়ায গুলোতে চলছে নানা আয়োজন।
উৎসবে থাকছে জলকেলি, ত্রিপুরাদের গড়াইয়া নৃত্য, নানা ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা পিঠা তৈরি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর