
পহেলা বৈশাখ উপলক্ষ্যে রাজবাড়ীর পাংশায় অনুষ্ঠিত হয়েছে নানান বর্ণাঢ্য আয়োজন। সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় একটি উৎসবমুখর আনন্দ শোভাযাত্রা।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন গ্রামীণ উপকরণ লক্ষ্য করা যায়, সাজানো গোছানো ঘোড়ার গাড়ি, ঢাক ঢোল বাঁশি, কুলা, ফানুস, বেলুন, রঙিন টুপিসহ বিভিন্ন উপকরণ। পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষ্যে পাংশা উপজেলা চত্বরে দিনব্যাপী লোকজ মেলা, যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে।
এ ছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের জন্য খেলা-ধুলা এবং বৈশাখি মেলা। নতুন বছরকে ঘিরে রাজবাড়ীর পাংশায় সর্বত্রই বিরাজ করছে উৎসবের আমেজ। সব শ্রেণিপেশার মানুষ এসব আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিকালে পাংশা জর্জ স্কুল মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এসব আয়োজনের সভাপতি হিসাবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা, উপজেলা সহকর্মী কমিশনার ভূমি আমিনুল ইসলাম,অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আসলাম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সমবায় অফিসার সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার রবিউল ইসলাম,যুব উন্নয়ন অফিসার দেওয়ান জাহাঙ্গীরসহ সব অফিসার, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর