
পুরোনোকে বিদায় জানিয়ে নতুন উদ্দীপনায় পথচলার বার্তা নিয়ে শুরু হচ্ছে বাংলা নববর্ষ। ভোলায় নানা আয়োজনে উদ্যাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২ উৎসব।
সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই সরকারি ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে নানা ধরনের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। মানুষ উৎসবের আমেজে নতুন পোশাক পরে এসব অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন র্যালি ও সাংস্কৃতিক আয়োজনে।
সকালে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে অফিসার ক্লাব বটতলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। জাতীয় সংগীত ও বৈশাখি গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বর্ষবরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মো. শরিফুল হক, ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দরা,মুক্তিযোদ্ধারা এ-সময় উপস্থিত ছিলেন।
পরে জেলা শিল্পকলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
এছাড়াও ছিলো পান্তা উৎসব ও বর্ষবরণ উপলক্ষ্যে শিশু একাডেমির বিভিন্ন প্রতিযোগিতার শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।পুরো আয়োজন জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা,রাজনৈতিক নেতৃবৃন্দ নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
আনন্দ উদযাপনে অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশি, নৌবাহিনীও কোস্টগার্ডের টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর