
ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলোবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে। বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে-এসেছে উৎসব, এসেছে রং, এসেছে বৈশাখ। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপন করা হয়েছে। বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল, জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। পরে শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়াও সরিষাবাড়ী কলেজ, মাহমুদা সালাম মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে আলোচনা সভা সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরিষাবাড়ী কলেজের সভায় বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, অধ্যাপক গোলাম কিবরিয়া বাবলু, অধ্যাপক খায়রুল আলম শ্যামল, অধ্যাপক সাইদুল হাসান শিপন প্রমুখ। অপরদিকে, উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা দীর্ঘ ১৬ বছর পর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপন করে।
জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, বৈশাখে কেবল প্রকৃতিই নয়, জেগে ওঠে বাঙালির হৃদয়। বাঙালির জীবনচক্রে প্রকৃতির মেজাজি সন্তান বৈশাখ যেন অনিবার্য। তাইতো এবারের পহেলা বৈশাখও এসেছে ভিন্ন রূপে। এ বৈশাখ শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর শুরু করার নয়, এ একটি নতুন সময়ের সূচনা।
আয়োজিত বৈশাখি শোভাযাত্রায় তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য। স্থানীয় ঐতিহ্য অনুযায়ী লাঠি খেলা, ঘোড়দৌর, লোকজ মেলা, মহিলাদের মিউজিক্যাল চেয়ার, ফুটবল খেলার আয়োজন করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর