
বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষ্যে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮ টায় "সার্বজনীন উৎসবে মুখর নববর্ষের সূর্যোদয়ে- সমৃদ্ধি সৌহার্দ্য ও সম্প্রীতির আলোয় উদ্ভাসিত হোক সবার জীবন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে বাংলা নববর্ষ -১৪৩২ উদ্যাপন উপলক্ষ্যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
এদিকে সকাল ১০ টায় "হৃদয়ে পহেলা বৈশাখ" এই প্রতিপাদ্য বুকে ধারণ করে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব ওয়াদুদ ভুঁইয়ার পৃষ্ঠপোষকতায় পহেলা বৈশাখ উদ্যাপন কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বাঙ্গালিয়ান নানা জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ডি জি এফ আ ই ডেট কমান্ডার কর্নেল আতিকুর রহমান পিএসসি, খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল, শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি স্থানীয় সরকারের উপ-পরিচালক ও খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. নাসির মাহমুদ গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, বিভাগীয় বন কর্মকর্তা মো: ফরিদ মিয়া, খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ডা. রাজু আহমেদ সহ খাগড়াছড়ি সদরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এসময় বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে পৌর টাউন হলে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর