
লামা উপজেলায় তামাক চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নুর আয়েশা নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম বড়বিল পাড়ায় এই ঘটনা ঘটে। আয়েশা বেগম বড়বিল পাড়ার বাসিন্দা আব্দুল হাকিমের স্ত্রী।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) এনামুল হক ভুইয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়বিল পাড়ার তৌহিদ আলমের তামাক চুল্লিতে আয়েশা বেগমের ছেলে মীর আহমদের তামাক পোড়াতেন।
এ কারণে চুল্লিতে মীর আহমদের কিছু তামাক থেকে যায়। তৌহিদ আলমের সাথে তামাক লেনদেনকে কেন্দ্র করে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাশের জব্বর আলীর ছেলে রুবেল ভুলক্রমে চুল্লি থেকে মীর আহমদের চার কেজি তামাক নিয়ে যায়।
এ নিয়ে রুবেল ও মীর আহমদের মধ্যে কথাকাটাকাটি এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মীর আহমদের মা নুর আয়েশা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আয়েশা বেগমকে উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে নুর আয়েশা মারা যান।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য নিহত নুর আয়েশার লাশ কক্সবাজার সদর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর