
অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১৮ জন। এর ফলে ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৯৮৩ জনে। সোমবার (১৪ এপ্রিল) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলের বিমান হামলা শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৬১৩ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৪ হাজার ২০০ জনের বেশি। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে ভেঙে দিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি হামলায় বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। রাস্তায় পড়ে থাকা লাশের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না, যার ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘের মতে, চলমান সংঘাতে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন এবং অবরুদ্ধ এই উপত্যকার অন্তত ৬০ শতাংশ অবকাঠামো আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
যুদ্ধবিরতির পরও আগ্রাসন
দীর্ঘ ১৫ মাসের সামরিক অভিযান ও আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতির পর প্রায় দুই মাস ধরে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও, মার্চ মাসের তৃতীয় সপ্তাহে হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে ফের বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক বিচার
এর আগে, ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়া দক্ষিণ আফ্রিকার করা এক মামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) বিচার চলছে।
মানবিক সংকট আরও তীব্র
গাজায় চলমান এই সংঘাত ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। প্রয়োজনীয় চিকিৎসা, খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে বিপন্ন হয়ে পড়েছে লাখো মানুষ। মানবাধিকার সংস্থাগুলো অবরোধ প্রত্যাহার ও জরুরি সহায়তা প্রবেশের আহ্বান জানিয়ে আসছে।
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর