
টাঙ্গাইলের মির্জাপুরে মানববন্ধন শেষে এক ব্যক্তির বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া চকবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন—সোনালিয়া এলাকার আকবর আলীর ছেলে নাঈম (২৬), মৃত রক্ষার ছেলে সবুজ (৫০) ও জইরার ছেলে বাবুল (৪০)। মঙ্গলবার রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন।
ঘটনার পর গিয়াস উদ্দিনের পুত্রবধূ জাকিয়া আক্তার মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত দেড়টার দিকে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখসহ আরও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, হামলা ও অগ্নিসংযোগে প্রায় ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, পাশাপাশি নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার মিলিয়ে ১৮ লাখ টাকার সম্পদ লুট করা হয়েছে।
জাকিয়া আক্তার বলেন, “একটি মারামারির ঘটনায় আমার শ্বশুর-শাশুড়ি, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতোমধ্যে আমার স্বামী ও উকিল শ্বশুরকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু এরপরও আমাদের বাড়িতে উদ্দেশ্যমূলকভাবে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়েছে। আগুনে দুটি ঘরের সবকিছু পুড়ে গেছে এবং আরও দুটি ঘরে ভাঙচুর করা হয়েছে। এখন পরিবার নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছি।”
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার (১১ এপ্রিল)। গিয়াস উদ্দিনের কলাবাগানে তার চাচা আকবর আলীর একটি ছাগল ঢুকে পড়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মারধরের শিকার হন আকবর আলী (৬৫)। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এই ঘটনার পর এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে এবং পরে গিয়াস উদ্দিনের বাড়িতে হামলা চালানো হয়।
মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, “হামলার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।”
সর্বশেষ খবর