
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের টাইমলাইন প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী মে মাসের মধ্যে নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডাকসু নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে গত ডিসেম্বর থেকেই বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা শুরু হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জানুয়ারিতে গঠিত কোড অফ কন্ডাক্ট রিভিউ কমিটি এরইমধ্যে সাতটি সভা করেছে এবং এটি এখন সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কমিটি বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছে এবং সংশ্লিষ্ট নথিপত্র সরবরাহ করা হচ্ছে। এ প্রক্রিয়া চলতি মাসেই শেষ হবে বলে আশা করা হচ্ছে।
মে মাসের প্রথমার্ধে নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ সম্পন্ন হবে। একই সময়ে ভোটার তালিকাও চূড়ান্ত করা হবে। তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, নির্ধারিত পথনকশা অনুযায়ী যথাসময়ে সকল প্রস্তুতি সম্পন্ন করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন আয়োজন সম্ভব হবে।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর