
হালুয়াঘাটে যৌথ বাহিনীর অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনব্যাপী উপজেলার ধারা বাজারে হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কের দুপাশের শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযানে নেতৃত্বদেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, সেনাবাহিনী, পুলিশ ও সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) জান্নাত বলেন, এ অভিযান চলমান থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর