
খাগড়াছড়ির মানিকছড়িতে বজ্রপাতে এক কৃষকের ছয়টি গরু ও একটি ছাগল মারা গেছে। গরু-ছাগল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক নিশান ও তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার ১ নম্বর মানিকছড়ি ইউনিয়নের ওয়াকছড়ি এলাকার দরিদ্র কৃষক আবদুল মমিন নিশা'র গরুর ঘরে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
আব্দুল মমিন নিশা বলেন, হঠাৎ ভোর বেলা ঝড়ো হাওয়া শুরু হলে কিছুক্ষণের মধ্যে হঠাৎ গোয়াল ঘরের কাছাকাছি বিকট বজ্রপাতের শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে দেখি গোয়ালে থাকা কোরবানির জন্য প্রস্তুত করা দুটি ষাঁড়, তিনটি গাভিন গরু, একটি বাছুর ও একটি ছাগল মরে পড়ে আছে। এতে তার প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন হতদরিদ্র কৃষক আব্দুল মমিন।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন ১ নম্বর মানিকছড়ি ইউনিয়ন সদর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন।
তিনি বলেন, কৃষি কাজের পাশাপাশি বাড়তি আয়ের আশায় গরু-ছাগল লালন পালন করেন মমিন। হঠাৎ বজ্রপাতে গোয়ালের গরু-ছাগল মারা যাওয়া নিঃস্ব হয়ে পড়েছে। এসময় তাদের সহায়তা করতে উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে আলোচনা সাপেক্ষে ক্ষতিগ্রস্ত কৃষককে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর