
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকের ধাক্কায় ইট ভর্তি ট্রাফে ট্রাকটরের চাকায় পিষ্ট হয়ে জিহাদ হাসান (১১) নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ভাটারা-মাদারগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় চালকসহ ২ জন আহত হয়। জিহাদ হাসান উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর পশ্চিমপাড়া গ্রামের তারা মিয়া ওরফে কদম আলীর পুত্র বলে জানাগেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহাদান এলাকার তানিম ইটভাটা থেকে ট্যাফে ট্রাক্টর ইট পরিবহণ কালে ভাটারা বাজারের পশ্চিম দিকে মাদারগঞ্জ রোড়ের রুহানী তাজ ফারুকএর বাড়ীর পার্শ্বে পৌঁছলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ সময় জিহাদ হাসান ছিটকে পড়ে গেলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। দুর্ঘটনায় অপর হেলপার কাশেম (১৫) ও ড্রাইভারসহ ২ জন আহত হয়। পুলিশ নিহত জিহাদ হাসান এর লাশ উদ্ধার করেছে।
এ ঘটনায় ট্রাক চালক বগুড়া জেলা ও সদর উপজেলার গোকুল গ্রামের আব্দুল মান্নান মন্ডল এর পুত্র সাগর হোসেন (৩২) কে আটক করে। তানিম ইটভাটার ট্রাফে ট্রাকটর ও ট্রাক (যার নম্বর ঢাকা মেট্রো-ট- ২৪-৭৮৮৮) জব্দ করেছে বলে সরিষাবাড়ী থানার এস আই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর