
পহেলা বৈশাখ উপলক্ষে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠান। ফিউচার ওয়ার্ল্ড-এ ঢাকা "ঢাকা ড্যান্স এন্ড আর্ট সেন্টার" এর শিক্ষার্থীদের বিশেষ নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়।
এই আয়োজনে শিশুদের জন্য ছিল বৈচিত্র্যময় বৈজ্ঞানিক উদ্ভাবন প্রদর্শনী, পাপেট শো ও পাপেট পরিচালনার প্রশিক্ষণ সেশন, ফেইস পেইন্টিং সহ নানা সৃজনশীল ও মননশীল কার্যক্রম। শিশুদের অংশগ্রহণে ছিল মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু শিল্পীদের যমুনা ফিউচার পার্ক-এর পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হয়।
ফিউচার ওয়ার্ল্ড, লেভেল ৫-এ আয়োজিত এই অনুষ্ঠানটি শুধু শিশুদের আনন্দ দেয়নি, বরং নতুন সম্ভাবনার বার্তা নিয়েও এসেছে। উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজনে ছিল বাড়তি আবহ।
যমুনা ফিউচার পার্ক নিয়মিতভাবে এমন নান্দনিক ও শিক্ষামূলক আয়োজনের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা এবং বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতে কাজ করে যাচ্ছে। শিশুদের আনন্দ আর ঐতিহ্যের মিলনমেলায় নতুন সম্ভাবনাকে সামনে রেখে সকলেই উজ্জাপন করে বাঙালি ঐতিহ্যের এই দিনটিকে!
যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের বৃহত্তম শপিং ও বিনোদন কেন্দ্রগুলোর একটি, যা সব বয়সের মানুষের জন্য বিভিন্ন অভিজ্ঞতা প্রদান করে। সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশীয় ঐতিহ্য, সৃজনশীলতা এবং উদ্ভাবনকে উৎসাহিত করে চলেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর