
২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া।
আবেদনকারীরা তথ্য সরবরাহ করে https://acas. edu. bd ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।
এ বছর ভর্তি পরীক্ষায় সিজিপিএসহ সর্বোচ্চ নাম্বার পেয়েছে ১২৯ দশমিক ৭৭ এবং সিজিপিএসহ সর্বনিম্ন নাম্বার ৯২ দশমিক ১০। সিজিপিএ ছাড়া ভর্তি পরীক্ষাতে প্রাপ্ত সর্বোচ্চ নাম্বার ৮৪ দশমিক ২৫ এবং সর্বনিম্ন নাম্বার ৪৪ দশমিক ৫০।
কৃষিগুচ্ছে ৩ হাজার ৮শ ৬৩টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৯৪ হাজার ২০ জন এবং ভর্তি পরীক্ষায় উপস্থিত হয়েছিলেন ৮০ হাজার ৮শ ৯০ জন। মোট আসনের দ্বিগুণ সংখ্যক শিক্ষার্থী নিয়ে অপেক্ষমাণ তালিকা প্রস্তুত করা হয়েছে।
কোনো পরীক্ষার্থী চাইলে আগামী ১৬ ও ১৭ এপ্রিল ১ হাজার টাকা জমা দিয়ে ফলাফল চ্যালেঞ্জের আবেদন করতে পারবে। এছাড়া আগামী ২২ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের পছন্দক্রম নির্বাচন করতে পারবে।
আগামী ২২ জুনের মধ্যে কৃষি গুচ্ছ ভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাকৃবি উপাচার্য।
বাকৃবি উপাচার্য বলেন, সত্যিকারের মেধাবীরাই কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আগামীতে তারা নিজেদের জ্ঞান ও মেধা দিয়ে দেশ ও জাতির উন্নয়ন করবে। কোটায় আসন পূর্ণ না হলে ওই আসন জেনারেল মেরিটে স্থানান্তর করা হবে যাতে সবগুলো আসনের শিক্ষার্থীরা ভর্তি হতে পারে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর