
বাগেরহাটের মোরেলগঞ্জে চলতি এসএসসি পরীক্ষার মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে দায়িত্ব অবহেলার কারণে ৯ শিক্ষককে ২বছরের জন্য বহিষ্কার করছেন পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ।
মঙ্গলবার পরীক্ষার ২য়দিন ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালীন সময়ে ভিজিলন্স টিম পরিদর্শনকালিন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ। ৩টি কক্ষে ব্যাগের মধ্যে বিষয় ভিত্তিক বই, মোবাইল, খাতা টেবিলের ওপর থেকে উদ্ধার করা হয়। যা এসএসসি পরীক্ষা পরিচালনায় কেন্দ্রে নিযুক্ত কক্ষ পরিদর্শক ৯ শিক্ষক দায়িত্ব অবহেলায় তাদেরকে ২০২৫-২০২৬ সালের পাবলিক পরীক্ষায় ২ বছরের জন্য অব্যাহতি প্রদান করা হয়েছে।
তারা হলেন ১০১ নং কক্ষে চিপা বারইখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মাসুম বিল্লাহ, একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিমাই চন্দ্র রায়, ১১০ নং কক্ষে জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহনাজ, ২০১০ নং কক্ষে সহকারি শিক্ষক তাপস মজুমদার, সহকারি শিক্ষক শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক সোহেলী পারভিন, একই কক্ষে শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কলি দেবনাথ, একই বিদ্যালয়ের নাসির উদ্দিন খান, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সফরুল ইসলাম। উল্লেখ্য, এ কেন্দ্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন।
এ বিষয়ে পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ বলেন, পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে ৯ শিক্ষকের দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেছে, সে কারণে তাদেরকে ২ বছরের জন্য অব্যাহতি প্রদান করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর