
সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা পর্যাপ্ত ওয়ার্ড ক্লাস এবং হাসপাতাল সুবিধা না থাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের মদনপুর এলাকায় তারা এই অবরোধ শুরু করেন।
শিক্ষার্থীরা সড়কের দুই পাশে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে যান চলাচল বন্ধ করে দেন। পরে প্রশাসনের অনুরোধে সড়কের পূর্ব পাশ খুলে দেওয়া হলেও অপর পাশে এখনও অবরোধ চলছে।
ফলে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এর আগে মঙ্গলবারও একই দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। তবে আলোচনায় সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন স্থানীয় জনতাও।
শিক্ষার্থীরা জানান, মেডিকেল কলেজে ভর্তি হয়েও তারা হাসপাতাল ও ওয়ার্ড ক্লাস পাচ্ছেন না, যা তাদের শিক্ষাজীবনের জন্য বড় বাধা। তারা প্রশ্ন তুলেছেন—এই সুবিধাগুলো না থাকলে মেডিকেল কলেজ স্থাপনই বা কেন করা হলো?
মেডিকেল শিক্ষার্থী পিয়াস ও সাইদুল বলেন, “আমরা মেডিকেল কলেজের ছাত্র হয়েও এখানে প্র্যাকটিক্যাল ক্লাস নেই, হাসপাতালে কোনো সুযোগ-সুবিধা নেই। তাহলে কী শিখব এখানে? এসব ছাড়াই মেডিকেল কলেজ চালু করে আমাদের ভবিষ্যত্ নষ্ট করা হচ্ছে।”
শান্তিগঞ্জ ইউএনও সুকান্ত সাহা বলেন, “শিক্ষার্থীদের দাবি পুরোপুরি যৌক্তিক। জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।”
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও আন্দোলন কর্মসূচি চলমান থাকবে।
সর্বশেষ খবর