
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার খোদাইবাড়ি ওয়াহেদের পাড়া এলাকায় একটি ত্রিমুখী সংঘর্ষে শফি আলম (১৪) নামে এক কিশোর কাঠমিস্ত্রীর সহকারী নিহত হয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদি হাসান।
নিহত শফি আলম কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বামবাগান এলাকার বাসিন্দা মোহাম্মদ কালুর ছেলে। তিনি একটি কাঠমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতায় অবদান রাখছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফকিরা বাজার থেকে ছেড়ে আসা একটি টমটম, একটি ভাঙারির ভ্যান ও ঈদগাঁওগামী মিনি শ্যামলী বাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে টমটমকে ধাক্কা দেয়, এতে টমটমটি উল্টে গিয়ে যাত্রীরা ছিটকে পড়েন। ঘটনাস্থলেই প্রাণ হারান শফি আলম।
এই দুর্ঘটনায় আহত হন আরও দুজন মাদ্রাসাছাত্রী। তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদি হাসান বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
প্রতিদিনের মতো সকালে কাজে বেরিয়েছিলেন শফি আলম। তবে আর ফেরা হলো না তার। দরিদ্র পরিবারের এই কিশোরের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সর্বশেষ খবর