
ছয় দফা দাবির বাস্তবায়নের দাবিতে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে তারা বরগুনা প্রেসক্লাবের সামনে অবস্থান নেন এবং পৌর সুপার মার্কেটের সামনের মহাসড়ক অবরোধ করেন।
‘পলিটেকনিকের ছাত্র আন্দোলন’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী বিক্ষোভ করেন। এতে সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির বিস্তারিত:
জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল, অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টে বাতিল ও সংশ্লিষ্টদের চাকরিচ্যুতির দাবি। পাশাপাশি বিতর্কিত নিয়োগবিধি সংশোধন ও ২০২১ সালে নিয়োগপ্রাপ্তদের বাতিল করতে হবে।
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ, উন্নত মানের চার বছর মেয়াদি কারিকুলাম চালু এবং একাডেমিক কার্যক্রম ইংরেজি মাধ্যমে পরিচালনার দাবি।
ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত পদে অন্য যেকোনো নিয়োগ বন্ধ ও এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ।
কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল দ্বারা পরিচালনা বন্ধ করে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ এবং শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের দাবি।
স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ গঠন ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ প্রতিষ্ঠার দাবি।
উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে একটি মানসম্পন্ন টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক শিক্ষার্থীদের শতভাগ ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবি।
শিক্ষার্থীরা জানিয়েছেন, এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর