
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এক দপ্তরির বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দপ্তরি কাজী সুমনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আটক কাজী সুমন (৪২) উপজেলার সৈদামপুর গ্রামের কাজী নাসির উদ্দিনের ছেলে এবং উক্ত বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত।
কী ঘটেছিল
জানা গেছে, বিদ্যালয় ছুটি হওয়ার পর দুই শিক্ষার্থী দপ্তরি সুমনের কাছে প্রাইভেট পড়তে আসে। প্রাইভেটের একপর্যায়ে তিনি এক শিক্ষার্থীকে চশমা আনতে পাঠান। এ সুযোগে অপর শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। চশমা নিয়ে ফিরে আসার পর অপর শিক্ষার্থী ঘটনাস্থল দেখে ফেললে অভিযুক্ত দপ্তরি ওই শিক্ষার্থীকে ছেড়ে দেন।
ঘটনার পর শিক্ষার্থী বাড়ি ফিরে গেলে তার মা মনীষা রানী সরকার গেঞ্জি খোলার সময় বুকে আঘাতের চিহ্ন দেখতে পান। জিজ্ঞাসাবাদে শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে এবং পুরো ঘটনা জানায়। পরে বিষয়টি জানানো হয় সেনাবাহিনীকে, যারা তাৎক্ষণিকভাবে স্থানীয় থানা পুলিশকে অবহিত করে।
পারিবারিক অভিযোগ
শিক্ষার্থীর কাকা অন্তর অভিযোগ করে বলেন, “এর আগেও ওই দপ্তরি এমন আচরণ করেছিল, কিন্তু ভয় পেয়ে সে কিছু বলেনি। বিদ্যালয় ও বাড়ি পাশাপাশি হওয়ায় দপ্তরির কাছে প্রাইভেট পড়াতাম। আজকে অপর শিক্ষার্থী উপস্থিত না থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।”
পুলিশের বক্তব্য
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, “শিক্ষার্থীর পরিবার প্রথমে বিষয়টি সেনাবাহিনীকে জানায়। পরে সেনাবাহিনীর কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দপ্তরি কাজী সুমনকে আটক করি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
সর্বশেষ খবর