
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। এতে তাঁর বাড়ির একটি কক্ষ পুড়ে গেছে।
পরিবারের ধারণা, পহেলা বৈশাখে ঢাকায় আয়োজিত একটি অনুষ্ঠানে মানবেন্দ্র ঘোষ ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি’ তৈরি করেছেন—এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হয়, যার জের ধরেই এ হামলা হতে পারে। তবে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ এই অভিযোগ অস্বীকার করেছেন।
মানবেন্দ্র ঘোষ কী বলছেন?
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, ‘পহেলা বৈশাখের দুই দিন আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। বলা হয়, আমি শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করেছি, যা সম্পূর্ণ মিথ্যা। আমি কেবল একটি বাঘের অবয়ব নির্মাণ করেছি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম ও ঠিকানা ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এতে করে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সরকারের কাছে অনুরোধ করছি—আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।’
তিনি আরও জানান, তাঁর বাড়ি ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায় অবস্থিত। ফলে ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে স্থানীয়ভাবে।
প্রশাসনের অবস্থান
ঘটনার পরপরই মানিকগঞ্জ সদর উপজেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন ও জেলা প্রশাসক মোহাম্মদ মানোয়ার হোসেন মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক বলেন, ‘ঘটনার অনুসন্ধানে পুলিশ এবং সিআইডির চৌকস দল কাজ করছে। আমরা আশাবাদী খুব দ্রুত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে পারব। তদন্ত শেষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর