
৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সদর উপজেলার সাহেপ্রতাব এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন পরিষদের প্রধান কার্যকরী সদস্য জোবায়ের পাটোয়ারি ও প্রধান উপদেষ্টা রহমত উল আলম শিহাব জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীরা ৬ দফা যৌক্তিক দাবি তুলে ধরলেও তা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সরকার। এ কারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে এই শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালিত হয়।
অবরোধ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার মো. আব্দুল হান্নান। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করে দ্রুত দাবি পূরণের আশ্বাস দেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন।
শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে:
শিক্ষার্থীরা জানান, অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর