
দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় তরুণ প্রজন্মের নেতৃত্ব গুণ বিকাশের লক্ষ্যে দারাজ গ্রুপ ঘোষণা দিয়েছে ‘দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম (ডিএফএলপি) ২০২৫’-এর সূচনা। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালজুড়ে পরিচালিত এই ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামটি মেধাবী, পরিশ্রমী এবং উদ্ভাবনী যুবকদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির একটি বাস্তবমুখী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
১৫ মাসব্যাপী এই ঘূর্ণায়মান প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে জুলাই ২০২৫ থেকে। নির্বাচিত প্রার্থীরা দারাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ পেশাদারদের সঙ্গে কাজ করে অংশগ্রহণকারীরা পরিচালনা, কৌশল ও উদ্ভাবনের মাধ্যমে নেতৃত্ব ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে পারবেন।
প্রশিক্ষণে অংশগ্রহণের যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া
ডিএফএলপি-তে আবেদন করতে পারবেন গত এক বছরের মধ্যে স্নাতক সম্পন্ন করা একাডেমিকভাবে মেধাবী, বিশ্লেষণধর্মী, দলবদ্ধভাবে কাজ করতে সক্ষম এবং দক্ষ যোগাযোগকারী প্রার্থীরা।
আবেদন প্রক্রিয়া শুরু হবে ২১ এপ্রিল ২০২৫ থেকে এবং চলবে টানা ১৪ দিন। আগ্রহীরা আবেদন করতে পারবেন দারাজ গ্রুপের ক্যারিয়ার পোর্টালে: https://careers.daraz.com
বাছাই ও প্রশিক্ষণের সুযোগ
বিভিন্ন ধাপের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীদের নির্বাচন করা হবে। নির্বাচিতরা পাবেন:
প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর অংশগ্রহণকারীরা দারাজের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার সুযোগ পাবেন, যা তাদের দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।
দারাজ বাংলাদেশের এক সাবেক ডিএফএলপি অংশগ্রহণকারী আফিয়া তাহসিন বলেন,
“দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম আমার ক্যারিয়ারে একটি বড় পরিবর্তন এনেছিল। প্রকৃত কাজের অভিজ্ঞতা, মেধাবী সহকর্মীদের সঙ্গে কাজ করা এবং বিভিন্ন বিভাগে ঘুরে শিখতে পারার সুযোগ আমাকে আত্মবিশ্বাসী করেছে ও নেতৃত্ব বিকাশে সহায়তা করেছে।”
দারাজ গ্রুপের লক্ষ্য
দক্ষ ও উদ্ভাবনী নেতৃত্ব তৈরি এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার মাধ্যমে দারাজ শুধু নিজেদের ব্যবসা নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
ডিএফএলপি ২০২৫ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://careers.daraz.com
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর