
জুনিয়র ইন্সট্রাক্টর পদে ‘ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা’ বাতিলসহ ছয় দফা দাবিতে ফের রাজপথে নেমেছে চট্টগ্রামের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার দুপুর ১২টা থেকে নগরীর দুই নম্বর গেট মোড়ে শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন শুরু করেন। তারা সড়কের ওপর অবস্থান নিলে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের জিইসি, মুরাদপুর ও বহদ্দারহাটমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষ ও কর্মজীবীদের ভোগান্তিতে পড়তে হয়।
শিক্ষার্থীদের দাবি, এর আগেও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন-সমাবেশ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
এক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, “আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলনে নামিনি। শুধুমাত্র শিক্ষার মান রক্ষা এবং মেধাভিত্তিক নিয়োগের দাবিতে আন্দোলন করছি। ডিপ্লোমা ছাড়া কেউ শিক্ষক হতে পারবে না—এটি নিশ্চিত করতে হবে।”
শিক্ষার্থীদের ছয় দফা দাবি সংক্ষেপে:
তারা আরও দাবি করেন, পলিটেকনিক পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য আগামী সেশন থেকেই শতভাগ আসনে ভর্তি নিশ্চিত করতে হবে।
এদিকে আন্দোলনের ফলে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উল্লেখ্য, গত ২০ মার্চও একই দাবিতে দুই নম্বর গেট এলাকায় বিক্ষোভ করেছিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা। সে সময় তারা সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছিলেন।
সর্বশেষ খবর