
ময়মনসিংহের ভালুকায় এক বন কর্মকর্তা মাজাহারুল হকের বিরুদ্ধে অনিয়ম,দুর্নীতি সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা বনের মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসি।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার উথুরা রেঞ্জের আঙ্গারগাড়া বিট অফিসের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, বিট অফিসার মাজহারুল হক একজন দুর্নীতিবাজ কর্মকর্তা, তিনি নিরীহ জনসাধারণের বিরুদ্ধে মিথ্যে মামলায় হয়রানিসহ কেউ পুরাতন বাড়িতে একটি ঘর ভেঙে নতুন একটি ঘর করতে গেলেও মোটা অঙ্কের ঘুষ দিতে হয়। না দিলেই মামলা দিয়ে হয়রানি করা হয়ে থাকে।
সুফল বনায়নের পাহারাদার আবুল কাশেম জানান, বিট অফিসার তার কাছ থেকে মোবাইলের সিম নিয়ে নেয় এবং বেতনের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। তারা ওই দুর্নীতিবাজ কর্মকর্তার প্রত্যাহার ও শাস্তির দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন, মো: গোলাম মোস্তফা (ধনু তালুকদার), সাইফুল ইসলাম, আশিক তালুকদার, বিল্লাল হোসেন, তারেক আহম্মেদ ও আবুল কাশেম। বক্তারা বলেন, বিট অফিসার মাজহারুল হককে মোটা অঙ্কের ঘুষ না দিলে একটি ইট গাঁথাও সম্ভব না।
কাশেম আরো জানান, “তিনি আঙ্গারগাড়া বিটে সাত বছর চাকরি করেছেন, বিট অফিসার নিজে গাছ কেটে ওই গাছ নিজেই বিক্রি করে। স্থানীয় কেউ প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে বন আইনে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।
আমাকে ও আমার ছেলের বিরুদ্ধে সাতটি মিথ্যা মামলা দিয়েছে।” টাকা দিলে জায়েজ, না দিলেই জায়েজ না, অনিয়ম-দুর্নীতিবাজ কর্মকর্তাকে দ্রুত প্রত্যাহার করার দাবি স্থানীয় ভুক্তভোগীদের।
তবে বিট অফিসার মাজাহারুল হক এর দাবি, উপজেলার উথুরা বিটের আওতায় আঙ্গারগাড়া মৌজার সিএস ১২৬ নম্বর দাগে ২০২২-২৩ অর্থ বছরে অংশিদারত্বিমূলক আকাশমনি গাছের বাগান থেকে গত কয়েক দিন আগে রাতের আঁধারে তিন বছর বয়সী সাড়ে তিনশ আকাশমনি গাছের চারা কেটে নিয়ে যায় স্থানীয় ধনু তালুকদার।
এই সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হয় এবং ধনু তালুকদার এর বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেয়া হয়। এরই প্রেক্ষিতে এ মানববন্ধন করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর