
কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার কুতুপালং এবং থাইংখালী এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে কুতুপালং পালং কমিউনিটি হাসপাতালের সামনে। সেখানে একটি সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হন ছয়জন। আহতরা হলেন—মো. ইলিয়াস (২৬), রাজনিকেল (১৭), অনুরাধা (১৮), স্বাধীন (১৯), ডিপজল (২৫) এবং তাৎক্ষণিকভাবে শনাক্ত না হওয়া আরও একজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
একইদিন বিকেলে উপজেলার থাইংখালী ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শফিউল্লাহ কাটা এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মারা যায় মো. শাহেদ (১০) নামের এক শিশু। নিহত শাহেদ ওই ক্যাম্পের এফ/৩ ব্লকের বাসিন্দা ইউনুছের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর আজিজ জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একটি শিশু নিহত এবং ছয়জন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট যানবাহনের চালকেরা পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর