
শরীয়তপুর সদর সাব রেজিস্টার অফিসে অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।
এ সময় কমিশনের সদস্যদের অনুসন্ধানে বেরিয়ে আসে সাব-রেজিস্ট্রার অফিসের নানা অনিয়মের চিত্র। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শরীয়তপুর সদর সাব রেজিস্ট্রার দুর্নীতি দমন কমিশন মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।
দুদক জানায়, সেবাগ্রহীতাকে জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায়, জমির শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকি, নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়, মূল দলিলের নকল উত্তোলনের জন্য সরকার নির্ধারিত ফি’র চেয়ে ২/৩ গুণ বেশি ফি আদায়, টাকার বিনিময়ে মূল দলিলের নকল কপিতে ভুয়া গ্রহীতার নাম লিখে নকল সরবরাহ করা, নকলের সার্টিফায়েড কপি অফিসে জমা না দিয়ে ভুয়া কেস নাম্বার দিয়ে গ্রাহকের নিকট সরবরাহ করে সরকারি টাকা আত্মসাৎ করা, মূল দলিলে গ্রহীতার নাম পরিবর্তন করে দেওয়াসহ নানা অপকর্মের মহোৎসব চলছে শরীয়তপুর সদর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে।
এসব অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), মাদারীপুর শাখার সহকারী পরিচালক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করেছেন। অভিযানে বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির সন্ধান তারা পেয়েছেন।
তিনি আরও বলেন, জমির শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকি, নকল উত্তোলনে অতিরিক্ত ফি আদায় ও দাতা গ্রহিতার নামের পরিবর্তনসহ বেশ কিছু অনিয়ম এর প্রমাণ পায় দুদক।
অনিয়মের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। খুব দ্রুতই অনিয়মের রেকর্ডপত্রের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে সুপারিশ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর