
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নতুন উদ্যমে পথচলার প্রত্যয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নতুন বছরকে (১৪৩২ বঙ্গাব্দ)।
‘এবারের বৈশাখের স্বপ্ন শপথ, আগামীর বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানে ছড়িয়ে দেওয়া হয়েছে নবজাগরণের বার্তা। বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণের দিনব্যাপী আয়োজন শুরু হয়।
শোভাযাত্রাটি প্রশাসন ভবন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বাংলা মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বিভাগ, হল, সমিতি, ছাত্রসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
নতুন বছরকে বরণ করতে শোভাযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা রঙ-বেরঙের সাজে সজ্জিত হন। এর মাঝে বর-কনে, কৃষক, জমিদার, কুলি, চাষী, জেলে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ফিলিস্তিনের নির্যাতিত মানুষ ও ফ্যাসিবাদের প্রতিকৃতি ছিলো উল্লেখযোগ্য।
এছাড়া গ্রাম বাংলার কৃষ্টি, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতির রঙ বেরঙের মুখোশ, পাখি ও বৈশাখী ফেস্টুন হাতে সকলেই মেতেছেন আনন্দ-উল্লাসে, মেতেছেন বর্ষবরণে। এছাড়াও শোভাযাত্রা শেষে বাংলা মঞ্চে আলোচনা সভাসহ দিনব্যাপী নানা সাংস্কৃতিক আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরের বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ।
এটা শান্তি সম্প্রীতি ঐক্য ও বৈষম্যহীন বাংলাদেশ। আমরা এই আন্দোলনে যে ঐক্য গড়েছি সেই ঐক্য সামনের দিকেও বজায় থাকবে। আমাদের এই ঐক্য হবে ফ্যাসিবাদের অবসানের ঐক্য। নতুন বছরে এই ঐক্যকে ধরে রেখে আগামীর বাংলাদেশ এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়াই হোক আমাদের প্রত্যয়।
এসময় সভায় বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমানের সভাপতিত্বে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল ইসলাম, প্রক্টর ড. শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা ড. ওবায়দুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর