
কুড়িগ্রামের রৌমারীতে ১৭৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার বড়াইবাড়ী এলাকা ও বারবান্দা নামক এলাকা থেকে এসব মাদক আটক করা হয়।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক।
তিনি আরো জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিকনির্দেশনায় মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৭-৪এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়াইবাড়ী সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় বড়াইবাড়ী বিওপির বিজিবি সদস্যরা। এ সময় মালিক বিহীন অবস্থায় ৮৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
এছাড়া একই রাতে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬৬-১এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারবান্দা নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৮৮ বোতল ভারতীয় মদ আটক করে ইজলামারী বিওপির বিজিবি সদস্যরা।
তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর